বিটি কলেজের সরকারী পুকুরের ২ লক্ষ টাকার মাছ ধরে ভাগ করে নিল অধ্যক্ষ প্রফেসররা

টঙ্গীবাড়ী উপজেলার বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারী কালেজের পুকুরের প্রায় ২ লক্ষ টাকার মাছ ধরে ভাগ বাটোয়ার করে নিয়েছেন ওই কলেজের অধ্যক্ষসহ প্রফেসরা। এনিয়ে এলাকার মানুষের মনে তিব্র ক্ষোভ বিরাজ করছে।

মঙ্গলবার বিকালে ওই কলেজ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাবে এসে মাছ ধরার বিষয় নিয়ে অভিযোগ করেন। জানাগেছে, টঙ্গীবাড়ী উপজেলার একমাত্র সরকারী ডিগ্রি কলেজ বিক্রমপুর টঙ্গীবাড়ী কলেজের পূর্ব পাশের প্রায় ২ বিঘা পুকুরে সরকারীভাবে প্রতিবছর মাছ ছাড়া হয়। সরকারী মাছ অবমুক্তকরণের সাইনবোর্ডও ওই পুকুরের ওপরে লাগানো রয়েছে। কিন্তু রবিবার দুপুর ১টার দিকে বিটি কলেজের অধ্যক্ষ নুরুল মোমেন জেলেসহ জাল নিয়ে এসে পুকুরের পারে দাড়িয়ে থেকে প্রায় ২০ মন রুই কাতল মৃগল জাতিয় মাছ ধরেন।

এ সময় ওই কলেজের প্রফেসর মৃনাল, আজিজ হোসেন, শান্ত, রাজু আহমেদসহ অন্যান্য প্রফেসররা উপস্থিত ছিলেন। পরে পুকুরের পারে দাড়িয়ে অধ্যক্ষ ওই মাছগুলো সে ওই কলেজের প্রফেসরদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেন।

এছাড়া জেলেদের মাছ ধরার খরচ দেওয়ার জন্য মৎস্য আড়তে নিয়ে ৮ হাজার টাকার মাছ বিক্রিও করেন তিনি।

এ ব্যাাপারে রংমেহার স্কুলের শিক্ষক অনিক জানান, যখন অধ্যক্ষ ওই পুকুরে মাছ ধরে তখন আমরা স্কুলের শিক্ষকরা দাড়িয়ে দাড়িয়ে মাছ ধরা দেখেছি এবং দৃশ্য মোবাইলে ধারণ করেছি।

অধ্যক্ষ নুরুল মোমেন এর বিরুদ্ধে কলেজে ভর্তির অতিরিক্ত টাকা আদায়, রশিদ ছাড়া টাকা আদায়সহ অন্যান্য দূর্ণীতির অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে ওই এলাকার পল্লি উন্নায়ন যুব সংঘের সভাপতি হাকিম ভূইয়া জানান, প্রত্যক্ষদিবালোকে কলেজ অধ্যক্ষ মাছ ধরে প্রফেসরদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দিয়েছেন। এনিয়ে আমিসহ মাসুদ সেখ, এরশাদ সেখ, শাহিন সেখসহ ওই এলাকার অন্যান্য মানুষদের মধ্যে অধ্যক্ষর সাথে বাক-বন্ডিতা হয়েছে।

এ ব্যাপারে অধ্যক্ষ নুরুল মোমেন বলেন, আমরা মাছ ধরে নেইনি। তবে জালদিয়ে মাছ টেনে দেখেছি।

এ ব্যাপরে টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার জানান, ওই এলাকার লোকের মৌখিক অভিযোগের ভিত্তিতে আমি ওই কলেজের অধ্যক্ষের মোবাইলে ফোন দিয়েছিলাম অধ্যক্ষ বলেছে এটা তাদের নিজেস্ব কলেজের পুকুর। আমি খোঁজ নিয়ে দেখবো যদি সরকারী পুকুর হয় তবে অবশ্যই আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

বিক্রমপুর চিত্র

Leave a Reply