গজারিয়ায় চার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে গুয়াগাছিয়া ইউনিয়নের চরচাষী গ্রামের জামাল উদ্দিন হাজী ও নতুন বসুরচর প্যাসিফিক কারখানা সংলগ্ন মফিজুল হকের বাড়ি এবং একই এলাকার নজরুল ইসলামের বাড়িসহ কয়েকটি ভাড়াটিয়ার ঘরে এই ডাকাতির ঘটনাটি ঘটে। এ সময় ডাকাতরা জামাল হাজীর বাড়ি থেকে প্রায় ১২ ভরি স্বর্ণালঙ্কার ও ৬ লাখ ৩৪ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন এবং মফিজুল হক ও নজরুল ইসলামের বাড়ি এবং ভাড়াটিয়াদের ঘর থেকে ৯ ভরি স্বর্ণালঙ্কার ও ৩২ হাজার টাকা, ৭ মোবাইল সেট লুট করে নিয়ে যায়। ডাকাতি কাজে বাধা দেয়ার সময় মফিজুল হককে কুপিয়ে জখম করে ডাকাতরা। মফিজুল হক এখন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চরচাষী গ্রামের জামাল উদ্দিন হাজীর ছেলে আবু সুফিয়ান রাত ১টার দিকে ২০/২৫ জনের ডাকাত দল প্রথমে নতুন বসুরচর এলাকার মফিজুল হকের বাড়িতে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে সকলকে জিম্মি করে স্বর্ণালঙ্কারসহ সব লুট করে এবং রাত আড়াই টার দিকে চরচাষী গ্রামের আমাদের বাড়ির লোহার গেট ভেঙ্গে ঘরে প্রবেশ করে সকলের হাত, মুখ বেঁধে ডাকাতি করে চলে যায়।
জনকন্ঠ
Leave a Reply