রাতের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে মিরকাদিম পৌর আওয়ামী লীগ

শরমিতা লায়লা প্রমিঃ আন্তর্জাতিক রাষ্ট্র ভাষা দিবস পালন উপলক্ষে রাতের প্রথম প্রহরে রেকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করে মিরকাদিম পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় সুধী সমাজ। মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহীন এর নেতৃত্বে এই সময় আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহাম্মেদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সালাহ উদ্দিন আহাম্মেদ, রিকাবিবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা তারু ভাই, মিরকাদিম পৌর আওয়ামী লীগ সাধারন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল বাতেন সেনটু, সাংগঠনিক সম্পাদক আবু তাহেরসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগন, মাসুদ ফকরি খোকনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় শহীদের স্মরণে বক্তব্য রাখেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন, তিনি বলেন একুশের ভাষা আন্দোলন আমাদের চেতনা জুগিয়েছে, সেই চেতনাকে ধারন করে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ দ্রুত উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। আরও বক্তব্য রাখেন কামাল উদ্দি আহাম্মেদ, মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

Leave a Reply