মুন্সিগঞ্জে গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ২৮ ফেব্রুয়ারি

মুন্সিগঞ্জে ‘বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশন’ আয়োজিত ও মজিবুর টিম্বার অ্যান্ড সমিল লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ‘বিজয় দিবস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের’ ফাইনালে মুখোমুখি হচ্ছে আসরের শক্তিশালী দুই দল পূর্বরাখি সাদ্দাম স্পোর্টিং ক্লাব ও পুরা এক্সট্রিম ব্লাটার্স।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় টঙ্গি টংগিবাড়ী উপজেলার কামারখাড়া স্কুল মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- টংগিবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার (ভূতূ), উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার, টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন, টংগিবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উছেন মে, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল, কামারখাড়া ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন হালদার, স্বর্ণগ্রাম আরএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাসেদ।

এছাড়া সংগঠনের সভাপতি আবু বকর সিদ্দিক হিরার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুম শেখের পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন- দিঘীরপাড় পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান, বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আহসান কবির হালদার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব ফাহিমুল হক (টাইগার মিলন), সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন ও প্রতিষ্ঠাতা সদস্য ও অর্থ সম্পাদক কাদির হাওলাদারসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

দৈনিক অধিকার

Leave a Reply