নাট্যকার এ কে এ কবির আর নেই

খেয়ালী নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা বিশিষ্ট নাট্যকার এ কে এ কবির আর নেই। গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭-৩০ মিনিটে গুণী এই নাট্য ব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুতে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তিবর্গ গভীর শোক জানিয়েছেন।

জনপ্রিয় নাট্যকার মঞ্চনাট্যজন এ কে এ কবির ১৯৪০ সালের ২১ অক্টোবর মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার দোগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা সৈয়দুল হক মা জাহানারা বেগমের পাঁচ সন্তানের মধ্যে তিনি সবার বড়। স্বাধীনতা উত্তর বর্তমান কদমতলী থানার অন্তর্গত মুরাদপুর এলাকায় একখন্ড জমি কিনে বসবাস শুরু করেন এবং শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক গড়ে তোলেন সাংস্কৃতিক কেন্দ্র। তিনি মনে করেন শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে গড়ে তুলি সমৃদ্ধশালী বাংলাদেশ। ১৯৭৪ সালে ঢাকায় মুরাদপুর সমীরণ নেসা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ তার রচনা ও নির্দেশনায় নাটক ‘রক্তাক্ত ফাল্গুন’ মঞ্চায়িত হয়। ১৯৭৫ সালের ২১ ফেব্রুয়ারি প্রতিষ্ঠা করেন খেয়ালী নাট্যগোষ্ঠী। এই সাংস্কৃতিক সংগঠনের মধ্যে দিয়ে মঞ্চায়ন করেন ‘লাল গোলাপ’, ‘নতুন বিপ্লব’, ‘লালু ঠিকাদারের বস্তি’, ‘প্রতিবাদ’, ‘নির্বাসন’, ‘আশ্রয় শিবির’, ‘মধুপাগলা’, ‘পন্ডিত মশাই’, ‘কিলদেম’, ‘বটতলার পাগলা’সহ প্রায় ২৫টির মতো প্রযোজনা। বর্তমানে তার রচনা ও নির্দেশিত খেয়ালীর নিয়মিত প্রযোজনা ‘মাধুরীর বিয়ে’, ‘রূপালী চাঁদ’ এবং ‘কদমতলী আর্মি ক্যাম্প প্রদর্শিত হচ্ছে। নতুন নাটক ‘ভ্রমর কালো রাজা’, ‘ছোট রানি প্রজাপতি’ এবং গীতি নৃত্যনাট্য ‘জয় বাংলা’ বিনির্মাণে শিল্পকলা মৃত্যুর আগ পর্যন্ত মহড়া করে যাচ্ছিলেন। এই গুণী শিল্পী মঞ্চনাটক ছাড়াও দুটি উপন্যাস এবং অসংখ্য কবিতা এবং গান রচনা করে গেছেন।

জনকন্ঠ

Leave a Reply