টঙ্গিবাড়ীতে নারী অভিভাবককে উত্ত্যক্ত করে মাদরাসা সুপার জেলহাজতে

নারী নির্যাতন মামলায় টঙ্গীবাড়ী উপজেলার কাইচমালধা ওয়াহেদ আলী হাওলাদার মহিলা দাখিল মাদ্রাসা সুপার কাজী কাওসার (৪০) ওরফে কাওসার হামিদকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার দুপুরে মুন্সীগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোঃ জাকির হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়।

এর আগে উপজেলার ভিটি মালধা গ্রামের সায়িদা বেগম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মুন্সীগঞ্জ আদালতে কাজী কাওসারের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় কাজী কাওসারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা ছিল। কাজী কাওসার উক্ত মামলায় উচ্চ আদালত থেকে তিন সপ্তাহের অগ্রিম জামিন নিয়ে মেয়াদ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আদালতে জামিনের জন্য আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয়। কাজী কাওসার উপজেলার কাইচ মালধা গ্রামের দ্বীন ইসলাম মল্লিকের ছেলে। তার বিরুদ্ধে নানাবিধ অনিয়ম, এতিমখানার শিশু নির্যাতনসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

জনকন্ঠ

Leave a Reply