টঙ্গীবাড়ীতে স্কুল ছাত্রকে মারপিটকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০ঃ আটক ১

মোজাফফর হোসেন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে এক স্কুল ছাত্রকে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। রোববার রাতে আহতদের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে গুরুতর আহত সাহাবদ্দিন (৬৫) ও ফরহাদকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । আহত আনোয়ার হোসেন(৪০), শাহিন শিকদার(৩৮), শরীফ ঢালী (২৮), মেহেদী হাসান(২৫) টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্র হাসপাতালে ভর্তি রয়েছে। আপর আহত আহসান উল্লাহ ঢালী, লিটন বেপারী, নুরুল হক শেখ ও মুরাদ ঢালীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনায় টঙ্গীবাড়ী থানায় ৮ জনকে আসামী করে মামলা দিয়েছে স্কুল ছাত্র আবির এর বাবা আহসান উল্লাহ। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে উপজেলার দ্বীপাড়া গ্রামের আালু ব্যবসায়ী আহসান উল্লাহ ঢালীর ছেলে বেতকা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আবিদ হাসান সহপাঠিদের নিয়ে রোববার বিকালে উপজেলার বেতকাস্থ পদ্মা কোল্ড ষ্টোরেজের পাশে ঘুরতে যায়।

এ সময় একই এলাকার বাদল দেওয়ানের ছেলে রিংকু দেওয়ান(২৫) কোল্ডষ্টোর এলাকায় তাকে আসতে বারণ করে চরথাপ্পর দেয়। প্রতিবাদ করলে রিংকু আবিদকে মাটিতে ফেলে পেটে ও বুকে পারা দেয়। আবিদের সহপাঠি তাহমিদ বন্ধুকে রক্ষা করতে গেলে তাকেও কিলঘুষি দেয় রিংকু। বাড়িতে এসে আবিদ ঘটনা তার পরিবারের কাছে জানালে আহসান উল্লাহ তার ভাই, চাচা ও প্রতিবেশিদের নিয়ে রিংকুদের বাড়িতে তার ছেলেকে মারপিটের ঘটনা জিজ্ঞেস করতে গেলে রিংকু ও তার পরিবারের লোকেরা তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করে ।

আবিদের পিতা আহসান উল্লাহ জানায়, ছেলেকে মারপিটের ঘটনা জানতে রিংকুদের বাড়ি গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে রিংকু বাহিনী তাদের ওপর হকিষ্টিক লাঠিসোটা নিয়ে ঝাপিয়ে পরে তার পরিবারের ১০ জনকে পিটিয়ে আহত করে। এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোখলেছ জানান,এই ঘটনায় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply