আলুর ভালো দামে কৃষকের মুখে হাসি

অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় বাম্পার ফলন
ইমতিয়াজ বাবুল: বাংলাদেশে আলুর জন্য বিখ্যাত মুন্সীগঞ্জ। সিরাজদীখানে ইতোমধ্যে আলু উত্তোলন শুরু হয়েছে। উৎপাদন ও ভালো দাম পাওয়ায় আলুচাষিদের মুখে হাসি ফুটেছে। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশে বছরে প্রায় ১ কোটি টনের ওপরে আলু উৎপন্ন হয়। এর মধ্যে মুন্সীগঞ্জের সিরাজদীখানে বছরে আলু উৎপন্ন হয় প্রায় তিন লাখ ৩২ হাজার টন। বাংলাদেশে ৮০ লাখ টন আলুর চাহিদা রয়েছে। অতিরিক্ত আলু বিদেশে রপ্তানি করা গেলে কৃষকরা আরও বেশি লাভবান এবং আলু চাষে আগ্রহী হতেন।

মৌসুমের শুরুতে যখন সেচের প্রয়োজন তখন বৃষ্টি হওয়া ও শীত বেশি থাকায় চলতি বছর আলুর রোগবালাই ছিল কম। এ কারণে একদিকে যেমন উৎপাদন খরচ কমে গেছে, অন্যদিকে আলুর ফলনও হয়েছে ভালো। এ বছর সিরাজদীখানে উপজেলার ১৪টি ইউনিয়নে ৯ হাজার ২০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। ইতোমধ্যে আলু উত্তোলন শুরু হয়েছে। এখন আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন চাষিরা।

বর্তমানে প্রতি মণ আলু ৪১০ টাকা থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। লাভ বেশি পাওয়ায় অনেক চাষি জমি থেকেই আলু বিক্রি করছেন। অবার অনেক চাষি বেশি দামের আশায় আলু রাখছেন কোল্ড স্টোরেজে। উপজেলার কেয়াইন ইউনিয়নের আলুচাষি জাকির হোসেন বলেন, ‘এ বছর আলুর ভালো দাম পাওয়ায় জমি থেকে ৪১৫ টাকা মণ দরে ২ হাজার মণ আলু বিক্রি করেছি। জমিতে বিক্রি করায় অনেক ভালো দাম পেয়েছি।’

উপজেলা কৃষি কর্মকর্তা সুবোধ চন্দ্র রায় বলেন, ‘মৌসুমের শুরুতে বৃষ্টি হওয়া ও শীত বেশি থাকা এবং ইউরিয়া সার কম ব্যবহার করায় কৃষক লাভবান হবেন। আশা করা যাচ্ছে, এ বছর আলুর ফলন ভালো হবে এবং কৃষকরা ন্যায্যমূল্য পাবেন।’

সমকাল

Leave a Reply