টং‌গিবাড়ী‌তে ২ কে‌জি গাজাসহ ম‌হিলা মাদক বি‌ক্রেতা আটক, ১৮ মা‌সের জেল ও ২০ হাজার টাকা জ‌রিমানা

মোঃ ম‌নির হো‌সেনঃ টং‌গিবাড়ী উপ‌জেলার কামারখাড়া গ্রাম থে‌কে বাসনা বেগম (৫১), না‌মে এক মাদক বি‌ক্রেতা‌কে ২ কেজি গাজা ও নগদ টাকাসহ আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন এর এক‌টি দল। পরবর্তী‌তে তা‌কে ভ্রামমান আদাল‌তের বিচারক ও উপ‌জেলা নির্বাহী অফিসার মোছাম্মৎ হা‌সিনা আক্তার ১৮ মাসের দন্ড ও বিশ হাজার টাকা জ‌রিমানা ক‌রে জে‌লে হাজ‌তে প্রেরণ ক‌রেন। আটককৃত গাজা বিনষ্ট ক‌রা হ‌য়ে‌ছে।

Leave a Reply