সিরাজদিখানে মাস্ক তৈরির ধুম

সিরাজদিখানের টেঙ্গুরিয়াপাড়ায় মাস্ক তৈরির ধুম পড়েছে। দেশে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর মাস্কের চাহিদা বেড়েছে। ক্রেতাদের চাহিদা মেটাতে সিরাজদিখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের পূর্ব রাজদিয়া গ্রামের টেঙ্গুরিয়া মোড় সংলগ্ন ক্যাপ তৈরির কারখানায় এখন চলছে মাস্ক তৈরি। মাস্ক অর্ডার নিয়ে কূল করতে পারছে না প্রতিষ্ঠানটি। তাই রাতদিন কাজ চলছে। এখন শুধু মাস্ক আর মাস্ক। নানান রংয়ের নানা ডিজাইনে তৈরি হচ্ছে মাস্ক। টুপি কারখানাটি এখন যেন মাস্কের কারখানায় রূপ নিয়েছে। মালিক-কর্মচারীরা সবাই ওভারটাইম করছেন। ব্যস্ততা শুধু মাস্ক তৈরিতে। টেঙ্গুরিয়াপাড়া মোড়ে অবস্থিত এস এ গার্মেন্টসে গিয়ে দেখা যায়, কারখানাটির কর্মচারীরা ব্যস্ত সময় কাটাচ্ছে। জেলার পার্শ্ববর্তী ঢাকা জেলার বিভিন্ন স্থান থেকে আসা ব্যবসায়ী ও হকাররা মাস্ক কিনে নিয়ে যাচ্ছেন। অনেক বিপণিবিতানের ব্যবসায়ী মাস্ক নেয়ার জন্য ছুটে এসেছেন এই কারখানায়। মাস্ক অর্ডার নেয়ার জন্য চলছে তদবির। আগাম অর্ডারের জন্য দেয়া হচ্ছে এ্যাডভান্স টাকা।

এস এ ক্যাপ কারখানার মালিক শামীম বেপারী ও রুহুল আমিন বেপারী বলেন, ‘আমার কারখানায় মাথার ক্যাপ তৈরি করা হয়। কিন্তু মাস্কের চাহিদা বেড়ে যাওয়ায় সপ্তাহখানেক ধরে আমি ও আমার কারিগররা মিলে মাস্ক তৈরি করছি। প্রতিদিন গড়ে প্রায় ১ হাজার থেকে ১২শ’ মাস্ক তৈরি করছি। তবে আমাদের এখানে তৈরি করা বেশির ভাগ মাস্ক ঢাকায় বিক্রি হচ্ছে। আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়েও বিক্রি করছি। তিনি জানান, এখানে দুই ধরনের মাস্ক তৈরি করছেন। এক ধরনের মাস্ক প্রতি পিস ১০ থেকে ১১ টাকা, আরেকটু উন্নতমানের মাস্ক প্রতি পিস ১৩ থেকে ১৪ টাকায় পাইকারি বিক্রি করছেন। কিন্তু এই মাস্ক কিনে নিয়ে বিপণিবিতানগুলোতে কয়েকগুণ বেশি দরে বিক্রি করা হচ্ছে বলেও বলেন তারা। কিন্তু এই ব্যবসায়ীরা বলেন, আমরা কিন্তু অল্প লাভেই মানবসেবায় এই সঙ্কট মুহূর্তে মরণব্যাধি করোনা থেকে মানুষের জীবন রক্ষার জন্য সামান্য চেষ্টা চালাচ্ছি মাত্র। কিন্তু অন্যরাও যদি অল্প লাভে বাজারে বিক্রি করে তবে আমাদের এই প্রয়াস সার্থক হবে।

জনকন্ঠ

Leave a Reply