মুন্সীগঞ্জের কোয়ারেন্টিনে ৪৪০ প্রবাসী

মুন্সীগঞ্জ জেলার ছয়টি উপজেলায় ৪৪০ জন হোম কোয়ারেন্টিনে আছেন। তাদেরকে বাড়িতে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া আরও একজন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নতুন ভবনে এক কক্ষে প্রাতিষ্ঠানিক করোনটাইনে আছে। এরা সবাই প্রবাসী। গেল ২৪ ঘন্টায় নতুন ৫৭ জন হোম কোয়ারেন্টিনে আছেন। গেল কয়েকদিনে ৯৩ জন হোম কোয়ারেন্টিন সম্পন্ন করেছে। সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

মুন্সীগঞ্জ সিভিল জানান, হোম কোয়ারেন্টাইনে থাকা প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে প্রতিদিন স্বাস্থ্য বিভাগের লোকজন খোজখবর নিচ্ছেন। এদিকে করোনা ভাইরাসের প্রভাবে রাজপথ ও বিপনীবিতানগুলোতে লোক সমাগম কম।

মুন্সীগঞ্জ জেলায় গত একমাসে ৮ হাজার ৯ শ’ প্রবাসী এসেছেন। তাদের সকলকেরই খোঁজখবর করছে প্রশাসন।

এছাড়া লৌহজংয়ে হোম কোয়ারেন্টিন আদেশ না মানায় এক প্রবাসীকে ১০ হাজার টাকা জরিমনা করা হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply