আরিফ হোসেনঃ বিক্রমপুর-মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি করোনা ভাইরাস প্রতিরোধের জন্য এগিয়ে এসেছে। সংগঠনটি তাদের ২৫ জন বিশেষজ্ঞ ডাক্তারের নাম, ফোন নাম্বার ও ফোন করার সময় সহ প্রচারপত্র বিলি করছে। প্রচারপত্রে তারা আইইডিসিআর এর ফোন নাম্বার ও স্বাস্থ্য বাতায়নের ফোন নাম্বারও উল্লেখ করেছে। তাছাড়া করোনা ভাইরাসের ঝুঁকি রোধে সংগঠনটি ৪ টি স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য জনসাধারণকে অনুরোধ করেছে।
বিক্রমপুর-মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটির মূল সমন্বয়ক ও সংগঠনের সহ সভাপতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ডাক্তার রাশেদুল হাসান রাশেদ জানান, বিক্রমপুর-মুন্সীগঞ্জ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি এই অঞ্চলের ডাক্তারদের সংগঠন। দেশব্যাপী করোনা ভাইরাসের কারণে মানুষ আতঙ্কিত হয়ে পরেছে। বর্তমান অবস্থায় আমরা এই অঞ্চলের মানুষ হিসাবে নিজেদের দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহন করেছি। কেউ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে আতঙ্কিত না হয়ে আমাদের কাছে ফোন করলে রোগের লক্ষন অনুসারে ফোনে প্রাথমিক চিকিৎসার পরামর্শ দিব। হাসপাতালে চিকিৎসার প্রয়োজন হলে তাৎক্ষনিক ভাবে নির্দেশনা দেওয়া হবে।
Leave a Reply