টিএসআই এর পক্ষ থেকে করোনা ভাইরাসের ঝুকি কমাতে সিরাজদিখানে ৫শ’ পরিবারের মাঝে উপকরণ বিতরণ

নাছির উদ্দিন: সিরাজদিখানে করোনা ভাইরাসের ঝুকি কমাতে টাচিং সোল্স ইন্টারন্যাশনালের (টিএসআই) পক্ষ থেকে ৫শ’ পরিবারের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার কুসুমপুর গ্রামে এই উপকরণ সামগ্রী ও সচেতনামূলক পোষ্টার ঘরে ঘরে পৌঁেছ দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে অসহায় দরীদ্র প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে, আধা কেজি গুড়া সাবান, কাপড় ধোয়ার সাবান, শরীরে ব্যবহারের সাবান, ২ টি করে মাস্ক, ২শ. এমএল হ্যান্ডস্যানিটাইজার, ৪ পিস হ্যান্ড গ্লাভস, ২০ পিস সি-ভিট, ২০ পিস এলকোহল প্যাড এবং সতর্কতামূল একটি করে পোস্টার।

গতকাল বেলা ১২ টার দিকে উপজেলার কুসুমপুর প্যালিয়েটিভ কেয়ার সেন্টার থেকে কয়েকজনকে এ সামগ্রী দিয়ে উদ্বোধন করেন কান্ট্রি ডিরেকটর সৈয়দ মাহমুদ হাসান মুকুট। এ সময় সাথে ছিলেন কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. মাহমুদুর রহমান, জেলা টেলিভিশন জার্নালিষ্ট এসেসিয়েশনের যুগ্ন সম্পাদক কাজী নজরুল ইসলাম বাবুল। পরে কুসুমপুর গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে টিএসআই কর্মীরা পৌঁছেদেন উল্লেখিত সামগ্রী।

Leave a Reply