মুন্সীগঞ্জে বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের উদ্যোগে জীবাণুনাশক স্প্রে

করোনা ভাইরাস বিস্তার রোধে “বিক্রমপুর মানব সেবা ফাউন্ডেশনের” উদ্যোগে মুন্সীগঞ্জে জীবাণুনাশক স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় ও কামারখাড়া এলাকার মসজিদ, এটিএম বুথ, যানবাহন ও ব্যবসায়ী প্রতিষ্ঠানসহ বিভিন্ন জনসমাগম এলাকায় এই স্প্রে করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন, অর্থ সম্পাদক আব্দুর কাদির হাওলাদার, সাংগঠনিক সম্পাদক জুবায়ের শিকদার, সদস্য লুৎফর হোসেন, শাকিল শেখ, সবুজ সরদার, রাশেদ শেখ, লিখন শেখ, কাউসার হোসেন, জাহিদ হাসান প্রমুখ।

এ বিষয়ে সাবেক সাধারণ সম্পাদক রিয়াদ হোসাইন জানান, আমরা সকলে সচেতন হলে করোনা ভাইরাস বিস্তার রোধ করা সম্ভব। এখন আমাদের সকলের উচিত প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে বের না হওয়া। সরকারি সকল নির্দেশনা মেনে সরকারকে সার্বিক সহযোগিতা করার।

দৈনিক অধিকার

Leave a Reply