মোজাফফর হোসেন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ব্যাক্তি উদ্যেগে পিপিই বিতরণ করা হয়েছে। মুন্সীগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সাবেক টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আব্দুল ওয়াহিদ ব্যক্তিগত অর্থায়নে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ২৫ সেট পিপিই প্রদান করেন। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাছলিমা ইসলামের হাতে এসব পিপিই তুলে দেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বহি: বিভাগ, টিকেট কাউন্টারসহ কর্তব্যরত ডাক্তারদের সুরক্ষার জন্য পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই)গুলো দেয়া হয়। দেশের প্রানঘাতি নোভেল করোনা ভাইরাস দূর্যোগ মোবাবেলায় স্বাস্থ্য সুরক্ষা ঝুঁকিতে ছিলো চিকিৎসকরা। ঠিক সেই সময়ে ডাক্তারদের নিরাপত্তা বিবেচনা করে কাজী ওয়াহিদ তার ব্যক্তিগত অর্থায়নে এসব সুরক্ষা সামগ্রী ডাক্তারদের হাতে তুলে দেন।
টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যাক্তি উদ্যেগে পিপিই বিতরন
Comments are closed, but trackbacks and pingbacks are open.