বিশ্বব্যাপি করোনা আতংক তার পরেও থেমে নেই সংঘাত সহিংশতা ,হামলা,বাড়ীঘর ভাংচুর ও ককটেল বিস্ফোরণ। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ছোট মোল্লাকান্দিতে দু”দফা হামলা,বাড়ীঘর ভাংচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা।
এ ঘটনায় সাজতারা বেগম (৫০). আব্দুর রহমান (৪৮). কামরুল ইসলাম (২৮). সোহেল (১৬) সহ ৮ জন আহত হয়েছে। ভাংচুর চালানো হয়েছে বসত ২টি বসত ঘরে। আহত আব্দুর রহমান জানান,চাষকৃত পাটের জমির উপর দিয়ে পাশ্ববর্তি খাসকান্দি গ্রামের নজির হাওলাদার, মনির হোসেন (মৃনার) হাওলাদা,মজিবর বেপারী,গিয়াসউদ্দিন বেপারী ও ছালামত হাওলাদার গংরা আলু বোঝাই ট্রলি আনা নেয়ার করে। পাট রোপন করা জমি দিয়ে কেন ট্রলি আনা নেয়া করছেন যানতে চাইলে ক্ষিপ্ত হয়ে সাজতারা বেগমসহ আমাদের মারধর করে।
পরবর্তীতে তারা গতকাল মঙ্গলবার এবং আজ বুধবার দুপুরে আমাদের গ্রামে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর,মারধর ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় সন্ত্রাসীরা আমাদের দুটি বসতঘরে ব্যাপক ভাংচুর চালিয়েছে। একটু পর পর ককটেল ফাটিয়ে আতংক সৃষ্টি করছে তারা। আমরা আতংকে আছি আবারও তারা যেকোন সময় আবার হামলা চালাতে পারে।
এ ঘটনায় আহত সাজতারা বেগম হাসপাতালে চিকিৎসা নিয়ে মুন্সীগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দিবেন বলে জানান তিনি।
অপরদিকে হামলাকারীরা হামলার বিষয়টি নজির গংরা অস্বীকার করলেও সরেজমিনে সাজতারা বেগমের বাড়ীতে গিয়ে ঘর ভাংচুর এবং ককটেল বিস্ফোরন করার আলামত দেখা গেছে।
এ সময় সংবাদ কর্মীদের উপস্থিতিতে খাসকান্দি গ্রামের পূর্ব মাথায় নজির হালদার গংরা পর পর দুটি ককটেলের বিস্ফোরন ঘটায়। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিচুর রহমান জানান,এ ঘটনায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।
খোজ২৪বিডি
Leave a Reply