লৌহজংয়ে রাতের অন্ধকারে সাবেক ছাত্রলীগ নেতার ত্রান বিতরণ

মোঃ জাফর মিয়া: করোনা প্রার্দূভাব মোকাবেলায় ও সংক্রমন এড়াতে লৌহজংয়ে সাবেক ছাত্রলীগ নেতার উদ্যোগে ও অর্থায়নে ৫০ টি পরিবারকে চাল,ডাল,তেল,পেয়াজ, মাস্ক ও সাবান সহ খাদ্য সহয়তা দেয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) রাতের আধারে মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তুষার আহম্মেদ রুপম এর উদ্যোগে ও অর্থায়নে উপজেলার বেজগাও ইউনিয়নের ৫০ টি অসহায় পরিবারের মাঝে এই খাদ্য সহয়তা দেয়া হয়। সমাজে যেসকল পরিবার কারো কাছে হাত পাততে পারেনা তাদের মধ্যে ৫০ টি পরিবারে মাঝে খাদ্য সহয়তা প্রদান করেন সাবেক এই ছাত্রলীগ নেতা ।

এব্যাপারে সাবেক ছাত্রলীগ নেতা তুষার আহম্মেদ রুপম জানান, সমাজে এমন কিছু পরিবার আছে যারা না খেয়ে থাকবে কিন্তু কারো কাছে হাত পাতবেনা এমন ৫০ টি পরিবারে মাঝে মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলির নির্দেশে খাদ্য সামগ্রী তাদের বাড়ীতে বাড়ীতে পৌছে দিয়েছি। পর্যায়ে ক্রমে আমার এই ত্রান সহয়তা অব্যহত থাকবে।

খোজ২৪বিডি

Leave a Reply