শ্রীনগরে ৩৫০টি পরিবারকে মানবিক সহায়তা পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন

আরিফ হোসেনঃ শ্রীনগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণায়ের মানবিক সহায়তা (জিআর) কর্মসূচীর আওতায় বরাদ্দকৃত চাল ও নগদ টাকার বিনিময়ে ক্রয়কৃত অন্যান্য খাদ্যসামগ্রী উপজেলার ১৪টি ইউনিয়নের ৩৫০টি পরিবারের কাছে পৌছে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার ইউনিয়ন ভিত্তিক খাদ্যসামগ্রী বিতরণের শেষ দিনে উপজেলার পাটাভোগ, বাঘড়া ও কুকুটিয়া ইউনিয়নের ২৫টি করে মোট ৭৫টি পরিবারে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি মসুর ডাল, ১ কেজি লবণ, ১ লিটার তেল ও ১ টি করে সাবান দেয়া হয়। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে করোনার প্রভাববিস্তার রোধে সকলকে নিজ ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মামুন, মুন্সীগঞ্জের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু-রেজওয়ান, ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, নুরুল ইসলাম ও বাবুল হোসেন বাবু সহ সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসার বৃন্দ। এর আগে বাকী ইউনিয়ন গুলোর প্রতিটিতে ২৫ টি করে পরিবারকে বাছাই করে সরকারের এই সেবা পৌছে দেওয়া হয়।

Leave a Reply