মুন্সীগঞ্জে ৯ জনের করোনাভাইরাস পরীক্ষা হচ্ছে

মুন্সীগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পরীক্ষার জন্য নয়জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার এই নমুনা নেওয়ার জন্য আইইডিসিআরের একটি গাড়ি মুন্সীগঞ্জ আসবে বলে জানিয়েছেন জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ।

তিনি বলেন, নমুনা সংগ্রহের জন্য মুন্সীগঞ্জে স্বাস্থ্য বিভাগের প্রশিক্ষণপ্রাপ্ত ১৩ জন কর্মী রয়েছেন। তারা পিপিই পেয়েছেন। নিজেদের সুরক্ষিত করে তারা নমুনা সংগ্রহ করছেন। এই নয়জনের মধ্যে একজন দুবাই থেকে এসেছেন মাসখানেক আগে। তিনি এখন সুস্থ থাকা সত্বেও অনেকের সন্দেহ হওয়ায় তার নমুনা নেওয়া হয়েছে।

প্রতিদিনই সন্দেহভাজন লোকদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে বলে তিনি জানান।

সিভিল সার্জন বলেন, মুন্সীগঞ্জ এখনও করোনাভাইরাস থেকে মুক্ত রয়েছে। নির্দেশনা মেনে চললে দুশ্চিন্তার কিছু নেই। মুন্সীগঞ্জ সদর হাসপাতালের পাশে নতুন একটি ভবনে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত সর্দি-কাশির চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলা পর্যায়েও সর্দি-কাশি নিয়ে হাসপাতালে আসার রোগীদের ভিন্ন কক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে। আলাদা ইউনিট চালু করা হয়েছে।

বিডিনিউজ

Leave a Reply