মিরকাদিম রিকাবী বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখতে সেনাবাহিনীর অভিযান

মোঃ সুজন বেপারীঃ মুন্সীগঞ্জে করোনা প্রতিরোধে মীরকাদিমের পৌর এলাকায় রিকাবী বাজারে সেনাবাহিনী অভিযান চালিয়েছে। শুক্রবার ০৩ এপ্রিল সকাল সাড়ে ১১টার সময় মুন্সীগঞ্জ শহরে হয়ে বিভিন্ন স্থানে রিকাবী বাজার অভিযান চালিয়ে মানুষকে ঘরে ফেরার আহবান জানান সেনাবাহিনীর সদস্যরা।

সড়কে জনসাধারণের চলাচল বন্ধে নজরদারি করছেন তারা। অপ্রয়োজনীয় কোনো দোকানপাট খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন- এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ ও মুন্সীগঞ্জের মীরকাদিমে রিকাবী বাজার সহ বিভিন্ন এলাকায় সামাজিক দুরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা ও জনসমাগম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী ও অভিযান পরিচালনা করেন।

মীরকাদিম বিরকাবীবাজার এলাকায় অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন – মুন্সীগঞ্জ দৈনিক আলোকিত সকাল পত্রিকা সদর প্রতিনিধি সাংবাদিক মোঃ সুজন বেপারী।

এসময় প্রয়োজনীয় কাজ ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ ও জরুরি কাজে বের হলেও অবশ্যই মুখে মাস্ক পড়ার অনুরোধ জানানো হয়। মাইকিং এর মাধ্যমে সবাইকে ঘরে ফেরার জন্য অনুরোধ জানানো হচ্ছে।

bdallnews24

Leave a Reply