মুন্সীগঞ্জে পদ্মার শাখা নদী থেকে অবৈধ বালু উত্তোলন

মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে পদ্মার শাখা নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একটি ড্রেজার ও বিপুল পরিমাণের পাইপ জব্দ করা হয়েছে। রবিবার দুপুরে দুই উপজেলার সীমানাধীন দিঘিরপাড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রেজার ও পাইপ জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ মেজবা উল সাবেরিন ও টঙ্গীবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উছেন মে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি বুঝতে পেরে ড্রেজার মালিক ইসমাইল বেপারি ও বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে যায়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হাসেমের ছোটভাই ইসমাইল বেপারী ও চাচাত ভাই পদ্মার শাখা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন। পদ্মার শাখা নদী থেকে বালু উত্তোলন করে, পাশের রজতরেখা নদীর উৎপত্তিস্থল বালুদিয়ে ভরাট করে। পরে বিক্রি করেন ইসমাঈল ।

এ বিষয়ে টঙ্গীবাড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) উছেন মে ও সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেজবা উল সাবেরিন জানান, দীর্ঘদিন যাবত এই চক্রটি দিঘিরপাড় পদ্মার শাখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। যখন সদর উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে তখন তারা ড্রেজার নিয়ে টঙ্গীবাড়ি উপজেলায় পালিয়ে যায়। একইভাবে টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলে সদর উপজেলায় পালিয়ে যায়। তাই দুই উপজেলা প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করে। এমন যৌথ অভিযান ফলপ্রসূ হয়েছে। যদি তারা আবারও নতুন কোনো ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে তাহলে এরকম যৌথ অভিযান অব্যাহত থাকবে।

জনকন্ঠ

Leave a Reply