জেলা প্রশাসন, মুন্সীগঞ্জঃ ০৬.০৪. ২০২০ খ্রিঃ

আজ ০৬.০৪. ২০২০ খ্রিঃ চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এর ঐকান্তিক প্রচেষ্টা চলমান।এই ক্রান্তিকালে এ জেলার দরিদ্র ও অসহায় জনসাধারণ যাতে দৈনন্দিন খাদ্যচাহিদা মেটাতে পারে সে লক্ষ্যে কর্মহীন প্রান্তিক মানুষের কাছেও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।

জেলা সদর ও উপজেলাগুলোতে বাজার মনিটরিং করা সহ মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখা, সাবান পানি দিয়ে বারবার হাত ধোয়া ও জনসমাগম রোধে জনসচেতনতার জন্য মাইকিং করা হয়েছে। বিকাল ৫ টার পরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী এবং ফার্মেসির দোকান ব্যতীত সকল দোকান বন্ধ রাখার নির্দেশনা দেয়া আছে এবং সে মোতাবেক সেনাবাহিনী ও জেলা পুলিশ,মুন্সীগঞ্জ এর সহায়তায় দিনব্যাপী অভিযান পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। আজ সমগ্র মুন্সীগঞ্জ জেলায় ১৬টি অভিযান পরিচালিত হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে ১৫টি মামলায় মোট ১৭০০০ টাকা জরিমানা আদায় করা হয়। জনগণের সচেতনতার মাধ্যমেই করোনাভাইরাস এর এই প্রতিকূলতা দূর করা সম্ভব।তাই আসুন সরকারি আদেশ মেনে নিজ নিজ গৃহে অবস্থান করি এবং করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন ঠেকাতে যথার্থ দায়িত্ব পালন করে পরিবার ও দেশকে রক্ষা করি।

জেলা প্রশাসন ফেবু পেইজ থেকে

Leave a Reply