মুন্সীগঞ্জে করোনায় মৃত ব্যক্তির দাফন নিয়ে প্রশিক্ষণ

বৈশ্বিক মহামারি করোনায় মৃত ব্যক্তির নিরাপদভাবে কাফন, জানাজা ও দাফন নিয়ে মুন্সীগঞ্জে ভিডিও কনফারেন্সের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সিভিল সার্জন অফিসে এ প্রশিক্ষণ প্রদান করেন স্বাস্থ্য অধিদপ্তর। এতে মসজিদের ইমামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।

এই সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ডাঃ মো. আতিকুর রহমান।

এর আগে করোনা ভাইরাস সংক্রমণে মৃত মুসলমান ব্যক্তির কাফন, জানাযা ও দাফন সম্পন্ন করার জন্য মুন্সীগঞ্জ জেলার এবং উপজেলার কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে জেলা পর্যায়ে ৫ জন করে ১০ সদস্য বিশিষ্ট ২টি কমিটি গঠন করা হয় এবং ৬ টি উপজেলার ৫ জন করে কমিটির গঠন করা হয়েছে।

জনকন্ঠ

Leave a Reply