টঙ্গীবাড়ীতে ১১ জন পথচারী সহ ৪ দোকান জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার বিকাল থেকে রাত ৯টা পযর্ন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা আক্তার। এ সময় তিনি সরকারী আইন না মেনে রাস্তায় ঘোরাফেরা করায় দন্ডবিধি ২৬৯ ধারায় মোস্তাফা হোসেনের ছেলে সজিবকে ৫শত টাকা, আব্দুল রশিদের ছেলে সাগরকে ৫শত টাকা, আব্দুল মালেক বেপারীর ছেলে মিঠুকে ৫শত টাকা, জামাল বেপারীর ছেলে মেহেদীকে ২হাজার টাকা, আলি হোসেন মোড়লের ছেলে আমির হোসেনকে ২হাজার টাকা, সিদ্দিকুর রহমানের ছেলে আরিফকে ৫শত টাকা, শহীদুল ইসলামের ছেলে সালাউদ্দিনকে ৫শত টাকা, আ: কাদির শেখের ছেলে সাগর শেখকে ৫শত টাকা, সালেহ্ আহম্মদের ছেলে রিপনকে ২শত টাকা, ডালু দেওয়ানের ছেলে আলামিনকে ২শত টাকা অর্থদন্ড দেয়।
তাছাড়া সরকারী আইন অমান্য করে দোকান খোলার অপরাধে দন্ডবিধি ২৬৯ ধারায় আনিছুর রহমান ষ্টোরকে দশ হাজার টাকা, মোক্তার ষ্টোরকে এক হাজার টাকা, কাউছার কনফেকশনরীকে এক হাজার টাকা, বাদল চাউলের দোকানকে ৩শত টাকা অর্থদন্ড দেয় এবং আইন না মেনে মটরযান ব্যবহার করায় ১৯৮৩ এর ১৩৮ ধারায় আক্তার শেখের ছেলে রাকিব শেখকে এক হাজার টাকা অর্থদন্ড দেয়।
এ অভিযানে সহযোগিতা করেন- টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ শাহ মো: আওলাদ হোসেন পিপিএম, পুলিশ পরিদর্শক (অপারেশন) আজিজুর রহমান প্রমুখ।
Leave a Reply