লৌহজংয়ে লকডাউন করা ৭ পরিবারকে ১৪ দিনের খাবার দিল সরকার

মুন্সীগঞ্জের লৌহজংয়ের কনকসারে লকডাউন করা ৭ পরিবারকে ১৪ দিনের খাবার দিয়েছে সরকার। লৌহজং উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান, বৃহস্পতিবার দুপুরে পরিবারগুলোকে চাল, ডাল, সবজিসহ যাবতীয় খাবার পৌছে দেন। এই সময় পরিবারগুলোর শিশুদের দুধের কথা জানালে তাৎক্ষনিত তিনি ব্যক্তিগতভাবে দুধসহ শিশু খাদ্যও আনিয়ে দেন। নিরাপদ দূরত্বে থেকে হ্যান্ড মাইকে করে পরিবারগুলোকে এসব খাবার তুলে দেয়া হয়।

রাজধানীর ওয়ারীর র‌্যাংকিং স্ট্রিটের এক বাসিন্দা এই পরিবারগুলোকে ত্রাণ দিতে এসেছিলেন। পরে তিনি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কারোনা আক্রান্ত ব্যক্তি পরিবারগুলোর সান্নিধ্যে আসার কারণে প্রশাসন আইইডিসিআরের পরামর্শ মোতাবেক হোম কোয়ারেন্টিনের নির্দেশনা প্রদান করে। যেহেতু দরিদ্র পরিবারগুলো ঘর থেকে বের হতে পারছিলেন না। তাই সরকার খাবারের ব্যবস্থা করে। এই খবার পেয়ে পরিবারগুলো মহাখুশি।

আলোকিত মুন্সীগঞ্জ

Leave a Reply