জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত নতুন দুজনসহ মোট আক্রান্তের সংখ্যা ১৪ জন। এর আগে ১০ তারিখ মধ্য রাতে জেলা সিভিল সার্জনের কাছে সাত জনের আক্রান্তের খবর আসে। ১১ তারিখ ভোরে আরও তিনজনের খবর এলে, পুরো জেলাকে সেই দিনই লক ডাউন ঘোষণা করেন প্রশাসন। ১২ তারিখে দুই জন এবং সোমবার সকালে নতুন করে দুজন আক্রান্তের খবর আসে। মোট ১৪ জনের মধ্যে দুইজন স্বাস্থ্যকর্মী ও দুইজন নারী রয়েছে।
এদিকে স্বাস্থ্যকর্মী আক্রান্ত হওয়ায় গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ এবং ষ্টাফ কোয়ার্টার লক ডাউন করে দেওয়া হয়েছে। আক্রান্তদের মধ্যে পাঁচজন টংগিবাড়ী, চারজন গজারিয়া, দুইজন সিরাজদিখান, একজন সদর এবং শ্রীনগর উপজেলায় একজন। লক ডাউনে জেলার প্রধান প্রধান সড়কে প্রশাসনের কড়া রজরদারিত্ব থাকলেও, পুরোপুরি ঘর বন্দি থাকছেনা পাড়া বা মহল্লার মানুষরা। হাট বাজরগুলোতেও তেমন মিলেনা সামাজিক বা শারীরিক দুরত্ববজায় রাখার চিত্র। এই ১৪ জনের মধ্যে আটজন ঢাকা চিকিৎসাধীন আছে, পাঁচজন স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। আর মৃতদের তালিকায় রয়েছে টংগিবাড়ীর একজন
Leave a Reply