আরিফ হোসেনঃ শ্রীনগর উপজেলার ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ তার ইউনিয়নের কর্মহীন মধ্যবিত্তদের জন্য অন্য রকম উদ্যোগ গ্রহন করেছেন। এর আগে তিনি নিজস্ব অর্থায়নে ওই ইউনিয়নের ১ হাজার ৫শ পরিবারের প্রত্যেককে ১০কেজি চাল, ৩কেজি আলু, ১ কেজি ডাল, ১কেজি লবন ও ১টি করে সাবান পৌছে দেন।
কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ জানান, সরকারী বেসরকারী মিলে তার ইউনিয়নের গরীব অসহায় মানুষগুলো যে সহায্য পেয়েছেন তাতে তাদের সাময়িক চলার মতো ব্যবস্থা হয়েছে। তাছাড়া আরো সরকারী ত্রান আসছে এগুলোও গরীবরাই পাবেন। কিন্তু যারা মধ্যবিত্ত তারা অভাবে থাকলেও চক্ষু লজ্জার কারনে কারো কাছে কিছু চাইতে পারেননা।তাদের কথা বিবেচনা করে আমার ইউনিয়নের ৯ টি ওয়ার্ডকে ৫ ভাগে ভাগ করেছি। এক এক ভাগে ১জনকে দায়িত্ব দিয়ে তার মোবাইল নম্বর দিয়ে দেওয়া হয়েছে। কোন মধ্যবিত্ত ওই নম্বরে ফোন করলে তার পরিচয় গোপন রেখে রাতের আধারে তার বাড়িতে খাবার পৌছে দেওয়া হবে।
তিনি জানান, তার এই কাজে দায়িত্বে রয়েছেন ভাগ্যকূল ইউনিয়নের ১,২ও ৩ নং ওয়ার্ডে মোঃ নুরুজ্জামান খান, ৪ ও ৫ নং ওয়ার্ডে তিনি নিজে,৬ নং ওয়ার্ডে আলতাফ হোসেন,৭ ও ৮ নং ওয়ার্ডে সজিব মৃধা এবং ৯ নং ওয়ার্ডে মোকলেছুর রহমান মন্টু খান। তাদের নম্বরে ফোন করলে চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হবে।
কাজী মনোয়ার হোসেন শাহাদাৎ আরো বলেন, করোনা ভাইরাসের কারণে তার ইউনিয়নের একটি পরিবারও যেন খাদ্যের অভাবে কষ্ট না করে এজন্য তিনি এই ব্যবস্থা চালু করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে সারাদেশে ত্রানের চাল চুরির খবর ভাইরাল হচ্ছে সেখানে ভাগ্যকূল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাতের এই উদ্যোগ প্রশংসা পাচ্ছে।
Leave a Reply