টংগিবাড়ী উপজেলার হাসাইল গ্রামের জলিল গাইনের পুত্র এবাদুল গাইন(২৮) কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় হাসাইল বাজার থেকে তাকে আটক করে টংগিবাড়ী থানা পুলিশ। জানাগেছে, সোমবার রাতে উপজেলার পাঁচগাও ও পার্শবর্তী লৌহজং উপজেলার কলমা গ্রামে ডাকাত পড়েছে বলে এবাদুল গাইন ফেসবুকে একটি স্ট্যার্টাস দেন। সেই স্ট্যার্টাসের সুত্র ধরে আশেপাশের কয়েকটি গ্রামে মুহুত্বেই আতঙ্ক তৈরি হয় । খবর পেয়ে টংগিবাড়ী থানা পুলিশ রাতেই কয়েকটি এলাকায় অভিযান পরিচালনা করে। পরবর্তিতে তারা খোজ নিয়ে দেখে পুরো বিষয়টি গুজব। গতকাল রাতের সৃষ্ট গুজবের সুত্র ধরেই পুলিশ আজ মঙ্গলবার রাতে এবাদুলকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মোহাম্মদ আওলাদ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর অপরাধে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য এবাইদুল নামের একজনকে আটক করা হয়েছে। তিনি আরো জানান, কলমা ও পাঁচগাঁও এলাকায় ডাকাতি হচ্ছে এরকম একটি গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায় সে। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
ছবি-এবাদুল গাইন
টাইম টিউন
Leave a Reply