টঙ্গীবাড়িতে করোনার প্রাদুর্ভাবে ঘরবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী দিলেন লিটন মাঝি

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে করোনার প্রাদুর্ভাবে বেকার কর্মহীন ঘর বন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করলেন সোনারং টঙ্গীবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝি। সোমবার সকালে উপজেলার মাঝিবাড়ী চেয়ারম্যান বাড়ীতে ৫৫০জন পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি জানান- দেশরতœ মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমীন এমিলির নিদের্শনায় উপজেলা আ’লীগের নেতাকর্মিদের সাথে সমন্বয় করে ৬নং, ৮নং ও ৯নং ওয়ার্ডের কর্মহীন বেকার পরিবারের মাঝে সরকারী নিদের্শনায় সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি খাদ্যসামগ্রী ব্যাগে রয়েছে- চাল, ডাল, পিয়াজ, আলু, তেল, লবন ও সাবান। এ ইউনিয়নে মোট ৫ হাজার পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী দেয়া হবে। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের হতদরিদ্রদের মাঝেও এ খাদ্যসামগ্রী দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা আ’লীগের সহ-সভাপতি মানিক মিয়া বাচ্চু মাঝি, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ কমিটির সদস্য ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, সোনারং- টঙ্গীবাড়ি ইউনিয়ন আ”লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক স্বপন মাঝি, যুবলীগ সভাপতি দর্পন মাঝি, সহ-সভাপতি উজ্জল মাঝি, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক দিপু মাঝি, আ’লীগ নেতা বাদল মাঝি, রোবেল মাঝি, টিটু মাঝি, মোহন মাঝি, ছাত্রলীগের সাবেক যুগ্ন- সাধারণ সম্পাদক তুমান মাঝি প্রমুখ।

প্রতিদিনের বাংলা

Leave a Reply