মুন্সীগঞ্জের পুলিশ লাইন্সের এক অফিসার করোনায় আক্রান্ত

মুন্সীগঞ্জের পুলিশ লাইন্সের এক কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছে। মঙ্গলবার জেলা পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্র জানায়, ইতিমধ্যে পুলিশ লাইন্সকে কয়েকটি ভাগে ভাগ করে শতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ প্রশাসন।

মুন্সীগঞ্জে পুলিশ ডিউটি পালন করাকালে দেখা যায় তাদের হাতে হ্যান্ডগ্লোভস নাই। পিপিইর ব্যবহার দেখাই যায় না। অপরদিকে মাস্ক ব্যবহার করলেও পুলিশের নিজ টাকায় ক্রয় করে পড়তে হচ্ছে।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো: আনিচুর রহমান জানান, পর্যাপ্ত পরিমানে সেফটি ব্যবস্থা করেই আমাদের অফিসারগণ তাদের দায়িত্ব পালন করছেন। মাস্ক, হ্যান্ড গ্লোভ দেয়া হয়েছে। পিপিই পর্যায়ক্রমে দেয়া হবে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন পুলিশ লাইন্সের অফিসার করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করে নয়াদিগন্তকে বলেন, ইতোপূর্বে মুন্সীগঞ্জ সিভিল সার্জন কর্তৃক নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। তখন নেগেটিভ আসে। পরে তাকে রাজারবাগ পুলিশ লাইন্সে সাসপেক্টেট করা হয়েছিল। সেখানে সে চিকিৎসা নিয়েছে। পরবর্তীতে ঢাকা থেকে তার নমুনা পুনরায় সংগ্রহ করে আইইডিসিয়ারে পাঠানো হয়। সোমবার (২০ এপ্রিল) পজেটিভ রিপোর্ট আসে। সে ঢাকায় বিভিন্ন গাড়ি ব্যবহার করে বিভিন্ন হাসপাতালে গেছেন এবং চিকিৎসা নিয়েছেন। ঢাকা বিভিন্ন হাসপাতালে যাওয়া আসার সময়ও আক্রান্ত হতে পারেন।

নয়া দিগন্ত

Leave a Reply