আরিফ হোসেনঃ আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিল বাংলাদেশ ছাত্রলীগ। বৃৃহস্পতিবার বিকেল ৪টা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতারা শ্রীনগর উপজেলার গাদিঘাট এলাকায় ধান কাটা শুরু করেন। আড়িয়ল বিলের দুইটি স্থানে তারা কৃষকের প্রায় ৮০ শতাংশ জমির ধান কেটে দেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও সহ-সভাপতি সোহেলসহ আরো অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য জানান, বাংলাদেশে করোনা ভাইরাস যে মহামারি রুপ নিয়েছে তাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সারা বাংলাদেশের ছাত্রলীগ এক যুগে যার যার স্থান থেকে কাজ করে যাচ্ছি। করোনা মোকাবেলায় আড়িয়ল বিলের ধান কেটে দিচ্ছি। আমরা শুধু আড়িয়ল বিলে নয়, সারা দেশের ছাত্রলীগকে নির্দেশ দিয়েছি সব এলাকার ধান কাটতে। তারা কৃষকদের সাহায্য করবে।
এসময় তাদের সাথে ধান কাটায় অংশ নেন মুন্সীগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, শ্রীনগর, সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সরকারী শ্রীনগর কলেজ ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতা কর্মীরা।
Leave a Reply