নাসির উদ্দিনঃ মুন্সীগঞ্জের আরও ২৯ জনের সোয়াব পরীক্ষার রিপোর্ট আইইডিসিআর প্রেরণ করেছে। এদের ২৯ জনেরই নেগেটিভ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রিপোর্টগুলো আসে। শুক্রবার সকালে সিভিল সার্জন অফিস এই তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার আরও একজনের রিপোর্ট আসে পজেটিভ। তিনি ইসলামিক ফাউন্ডেশনের ডিডি। তাই মঙ্গলবার প্রেরিত ৩৩ নমুনার এখনও তিন জনের রিপোর্ট পেন্ডিং রয়েগেছে। সোমবার প্রেরিত ৫০ নমুনার মধ্যে তিন জনের রিপোর্টও পেন্ডিং আছে। তিনটি করে রিপোর্ট কেন পেন্টিং রাখা হলো তারও উত্তর পাওয়া যায়নি। তবে আইইডিসিআর এর ল্যাবের সাথে সমন্বয়হীনতার কারণেই এটি হচ্ছে।
বুধবার প্রেরিত নমুনার ৪৮ এবং বৃহস্পতিবার প্রেরিত ৪৪ জনের নমুনার রিপোর্ট পেন্ডিং আছে। এছাড়া শুক্রবার সকালে আরও ২২ জনের নমুনা আইইডিসিআর এর গাড়ি এসে নিয়ে গেছে। তাই এখন সব মিলে ১২০ জনের রিপোর্ট বাকী আছে।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ সভ্যতার আলোকে জানান, সোমবার সংগৃহীত এবং মঙ্গলবার প্রেরিত রিপোর্টের মধ্যে যে তিনটি রিপোর্ট এখনও আসেনি তার মধ্যে- মুন্সীগঞ্জ সদর উপজেলার সদরপাড়ার একজন, টঙ্গীবাড়ি উপজেলার আলদি সংলগ্ন হাটকানের একজন এবং লৌহজং উপজেলার গোলতলি গ্রামের একজন। রবিবার সংগৃহীত এবং সোমবার প্রেরিত পেন্ডিং ৩টি রিপোর্টের মধ্যে রয়েছে করোনায় মৃত পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যানের স্ত্রী ও সমিতির অপর একজন এবং মিরকাদিমের মিরাপাড়া এলাকার একজন।
সিভিল সার্জ অফিসের হিসাব অনুযায়ী ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে আইইডিসিআর এর অফিসিয়াল রিপোর্ট অনুযায়ী ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। রিপোর্টরে এই পার্থক্যের বিষয়ে সিভিল সার্জন জানান, হয়ত পেন্ডিং ৬ জনের রিপোর্টে থাকতে পারে।
এদিকে একটি সুখবর হচ্ছে- ২৯ জনের নেগেটিভ রিপোর্টে ঢুলিহাটা গ্রামের পারভেজ ব্যাপাী (৩৫) যশলং গ্রামের সোয়েব হাসান (৪৫) রয়েছেন। তারা করোনা জয় করতে চলেছেন। তাদের প্রথমে পজেটিভ রিপোর্ট আসলেও এর পর নেগেটিভ রিপোর্ট আসলো। তারা বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। আরেকবার নেগটিভ আসলেই তাদের করোনা মুক্ত ঘোষণা করা হবে।
সভ্যতার আলো
Leave a Reply