মুন্সীগঞ্জে নতুন করে ১৬ জন আক্রান্ত : জেলায় রোগী ৭৫ জন

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জে নতুন করে ১৬ জন শনাক্ত সহ মোট করোনা আক্রান্ত রোগী ৭৫ জন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি সদরে ২৮ জন। এর আগে জেলায় ৫৯ জন আক্রান্তের হিসেব ছিলো জেলা স্বাস্থ্য বিভাগে। ২২ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত পাঠানো ২১০ টি নমুনার মধ্যে, ২৭ এপ্রিল সকালে ৮১টির ফলাফলে এই ১৬ টি পজেটিভ আসে। সপ্তাহ খানেক আগে নমুনা সংগ্রহ করা আরো ১২৯ টি নমুনার ফলাফল এখনো মুন্সীগঞ্জে এসে পৌঁছেনি বলে জানান, সিভিল সার্জন ডা: আবুল কালাম। তিনি জানান, তারা প্রতিদিনই ঢাকা যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে নমুনা পরীক্ষার ফল পেতে তাদের বিলম্ব হচ্ছে। এদিকে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলিশনে চিকিৎসা নেওয়া করোনা রোগী গীতা রানী এবং তাঁর ছেলে অরুন পাল সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

Leave a Reply