গজারিয়ায় ঘরে ফিরলেন সেই পরিচ্ছন্নতাকর্মী

অবশেষে ঘরে ফিরলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত পরিচ্ছন্নতাকর্মী বিধবা সখিনা বেগম। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্টাফ কোয়ার্টারের কয়েকজন করোনাভাইরাসে আক্রান্ত হলে তাকে ভাড়া বাসা ছাড়ার হুমকি দিয়ে আসছিল এলাকার কিছু লোক। এ অবস্থায় সখিনা ১০ দিন ধরে হাসপাতালেই অবস্থান করছিলেন। এর মধ্যে ওই লোকজন তার পরিবারের সদস্যদেরও বাসা ছাড়ার হুমকি দিচ্ছিল। এ নিয়ে বুধবার সমকালে সংবাদ প্রকাশের ফলে স্থানীয় প্রশাসন সরেজমিন বিষয়টি তদন্ত করে সত্যতা পেয়ে তাকে ভাড়া বাসায় পরিবারের কাছে ফেরার ব্যবস্থা করে।

সখিনা বেগম তার বৃদ্ধা মা, মেয়ে ও এক প্রতিবন্ধী ভাইকে নিয়ে উপজেলার ভবেরচর ইউনিয়নের আলীপুরা গ্রামের আবদুল গাফফার চৌধুরীর বাড়িতে ভাড়া বাসায় বসবাস করে আসছেন। বাড়ির মালিক কিছু না বললেও স্থানীয় কিছু লোক তাকে বাসা ছাড়ার জন্য হুমকি দিচ্ছিল। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি বাসা ছেড়ে কর্মস্থল হাসপাতালে ১০ দিন অবস্থান করছিলেন।

সখিনা বেগম বলেন, আমার এ বিষয়ে সমকালে সংবাদ প্রকাশ হলে এবং প্রশাসন ব্যবস্থা নেওয়ায় আমি ভাড়া বাসায় পরিবারের কাছে ফিরতে পেরেছি। এ জন্য আমি সমকাল ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞ।

সমকাল

Leave a Reply