মুন্সীগঞ্জে স্যানিটারি পরিদর্শক ও চিকিৎসকসহ আরও ২১ জনের করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানান, করোনাভাইরাস পরীক্ষায় শুক্রবার পাওয়া প্রতিবেদনে এই ২১ জনের পজিটিভ এসেছে।
গত ২৬ এপ্রিল ৫৫ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে ২১ জনের পজিটিভ এবং ১৫ জনের নেগেটিভ এসেছে। অন্যদের প্রতিবেদন এখনও আসেনি। এই ২১ জনের মধ্যে সিভিল সার্জন দপ্তরের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এবং গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকসহ আরও কয়েকজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।
সিভিল সার্জন জানান, এ পর্যন্ত এ জেলায় মোট ১১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চারজন সুস্থ হয়েছেন, যাদের বয়স ২৬ থেকে ৭০ বছরের মধ্যে। আরও কয়েকজন শিগগির সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ
Leave a Reply