মুন্সীগঞ্জে করোনা 01/05/2020

জসীম উদ্দীন দেওয়ান : মুন্সীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৯ এ। এর আগে ৭৯ জন আক্রান্তের হিসেব থাকলেও, শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ে ঢাকা থেকে নতুন ২৩ জনের শনাক্তের খবর আসে। এবং দুপুরে আসে আরো সাতজন শনাক্তের হিসেব। যার মধ্যে একজন মৃত্য ব্যাক্তির নমুনাও রয়েছে। এখনো ২৩ এপ্রিল থেকে শুরু করে ৩০ তারিখের সব নমুনার ফল হাতে আসেনি জেলায়। পাঠানো ৮১৭ টি নমুনার মধ্যে ৬৩৫টির ফল পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা সদরে। এই উপজেলায় মোট ৩৯ জন আক্রান্ত হয়েছে। নমুনা সংগ্রহের সাত দিনেও পরীক্ষার ফল না পেয়ে বিপাকে পড়েছে আক্রান্ত বা আক্রান্তের সংস্পর্শে আসা ব্যক্তিরা। নির্দিষ্ট সময়ে নমুনার ফল না পাওয়ায় সময় মতো হোম কোয়ারেন্টাইন কিংবা হোম আইসোলিশন নিয়মে যেতে পারছেনা তারা।

সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ জানান, আইইডিসিআরে যোগাযোগ করেও তারা নিয়মিত প্রতিবেদনগুলো পাচ্ছেন না।

Leave a Reply