মুন্সীগঞ্জে আরও ৩১ জন আক্রান্ত: জেলায় ১৯৭

মুন্সীগঞ্জে পুলিশ সদস্য, স্বাস্থ্যকর্মী ও বিদ্যুৎকর্মীসহ আরও ৩১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবারের প্রতিবেদন এই ৩১ জনের পজিটিভ এসেছে বলে জেলার সিভিল সার্জন আবুল কালাম আজাদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৫ জন, সিরাজদিখান উপজেলায় ১৫ আর শ্রীনগর উপজেলায় রয়েছেন একজন। তাদের আটজনই সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। এছাড়া সদর থানার একজন পরিদর্শক (৪২) রয়েছেন।

এই নিয়ে এ জেলায় করোনাভাইরাস পরীক্ষায় মোট ১৯৭ জনের পজিটিভ এসেছে বলে তিনি জানান।

বিডিনিউজ

Leave a Reply