মোজাফফর হোসেন: মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাইকপাড়া গ্রামে আম পাড়তে গিয়ে ছাদ থেকে পড়ে মাদ্রাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে। জানাগেছে, বুধবার বেলা ১১টায় পাইকপাড়া গ্রামের মফিজ শেখের মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইউসুফ(১২) আম পাড়তে বাড়ির ছাদে ওঠে। হঠাৎ সে ছাদের রেলিং ভেংঙ্গে নিচে পড়ে যায়।
গুরুত্বর আহত অবস্থায় তাকে পরিবারের সদস্যরা উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে আহত ইউসুফের অবস্থা আশংঙ্কাজনক হওয়ার কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষনা করে।
এ ব্যপারে, টঙ্গীবাড়ী থানা ওসি শাহ মো: আওলাদ হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই, খোজ নিয়ে দেখবো।
Leave a Reply