মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নের চৌদ্দ কাউনিয়া গ্রাম থেকে অপহরণের ৩৪ ঘণ্টার মধ্যেই স্কুলছাত্রীকে (১৪) গজারিয়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনাস্থল হতে অপহরণকারী হাসানকে (২৩) গ্রেপ্তার করেছে। রবিবার উপজেলা গজারিয়া গ্রাম থেকে অপহৃত সপ্তম শ্রেণির ছাত্রীকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার হাসান চৌদ্দ কাউনিয়া গ্রামের বাতেন মিয়ার ছেলে।
অপহৃত স্কুলছাত্রীর বাবা নাছির উদ্দিন জানান, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটে হাসান তার মেয়েকে বিভিন্ন প্রকার ভয়-ভীতিসহ অপহরণ করার হুমকি প্রদান করে। গত ৮ মে রাত ২টার দিকে বখাটে হাসানসহ অজ্ঞাত দু-তিন জন জোর করে সিএনজি অটোরিকশা করে আমার মেয়েকে অপহরণ করে নিয়ে যায়।
গজারিয়া থানার এসআই ডালিম ফকির বলেন, স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় গজারিয়া থানায় একটি অভিযোগ করে স্কুলছাত্রীর বাবা নাছির উদ্দিন। বিষয়টি তদন্ত করতে গিয়ে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী বখাটে হাসানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে অপহরণ করে ধর্ষণের ঘটনায় একটি মামলা গজারিয়া থানায় দায়েরের প্রস্তুতি চলছে।
কালের কন্ঠ
Leave a Reply