মুন্সিগঞ্জে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও পুলিশসহ ২৭ জনের করোনা শনাক্ত: জেলায় ২৭২

মুন্সিগঞ্জে নতুন করে আরও ২৭ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এরমধ্যে দু’জন চিকিৎসক, দু’জন স্বাস্থ্যকর্মী, চারজন নার্স, একজন পুলিশ এবং পোস্ট অফিসের চারজন কর্মচারী রয়েছেন।

এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭২ জনে। আজ সোমবার দুপুর ১২টার দিকে এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ।

তিনি জানান, গত ৭, ৮ ও ৯ মে পাঠানো নমুনার ঢাকার নিপসম থেকে ২০২ জনের করোনা পরীক্ষার রিপোর্ট এসেছে। এরমধ্যে ২৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

নতুন শনাক্তের মধ্যে সদরে দু’জন চিকিৎসক, দু’জন স্বাস্থ্যকর্মী, একজন পুলিশ ও পোস্ট অফিসের চারজন কর্মচারীসহ ২০ জন, লৌহজংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের চারজন নার্স ও হাসপাতালের পরিসংখ্যান কাজে কর্মরত একজনসহ ৬ জন ও শ্রীনগরে ১ জন রয়েছেন বলে সদর ও লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

আরটিভি অনলাইন

Leave a Reply