মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম’র করোনা জয়

নাসির উদ্দিন: মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম এ এইচ এম মোবারক উল্লাহ (৫৬) করোনা জয় করেছেন। পরপর দু’টি ফলোআপ রিপোর্ট নেগেটিভ এসেছে। মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ মঙ্গলবার এই তথ্য দিয়ে জানিয়েছেন, মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম করোনা জয় করেছেন। এটি আমাদের জন্য অনেক বড় খবর। এত চ্যালেঞ্জের মধ্যেও এটি অনেক ভাল খবর । তিনিসহ জেলায় ২১ জন করোনা জয় করেছেন। করোনায় মারা যাওয়া পল্লী বিদ্যুত সমিতির লাইনম্যান খলিলুর রহমানের স্ত্রী হালিমা খাতুন (৩৩) এবং সমিতির বার্বুচি হারুন-অর-রশীদের মা সনেয়ারা বেগম (৬৫) করোনা জয় করেছেন।

এর আগে গত ২২ এপ্রিল মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম এ এইচ এম মোবারক উল্লা ‘র করোনা শনাক্ত হয়। এরপর তিনি সিপাহিপাড়ার নিউজ বাসায় আইসোলেশনে ছিলেন। পরে তার ফলোআপ রিপোর্ট আসার পরে স্বাস্থ্য বিভাগ তাকে সুস্থ ঘোষণা করে মঙ্গলবার। এরপর তিনি অফিস কার্যক্রম শুরু করেছেন। সমিতির সকলেই তাঁকে আন্তরিক অভিন্দন জানিয়েছেন।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএম এ এইচ এম মোবারক উল্লাহ করোনা জয় করতে পারায় সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি দৈনিক সভ্যতার আলোর মাধ্যমে এই কৃতজ্ঞতা জানিয়ে সকলের দোয়া প্রার্থনা করেছেন।

সভ্যতার আলো

Leave a Reply