মুন্সীগঞ্জে সাড়ে ৮ কেজি গাঁজা জব্দ, আটক সাবেক ইউপি সদস্য

মুন্সীগঞ্জ শহরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক এক সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে সাড়ে আট কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। শহরের উপকণ্ঠে ডিঙ্গাভাঙ্গা গ্রামে আজ মঙ্গলবার সকালে এই গাঁজা জব্দ করা হয়। এ সময় মো. হাতেম নামের সাবেক ওই ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করা হয়।

আটক মো. হাতেম সদর উপজেলার পঞ্চসার ইউপির সাবেক সদস্য।

সাড়ে আট কেজি গাঁজাসহ আটক মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. হাতেম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায়ে ডিঙ্গাভাঙ্গা গ্রামে সাবেক ইউপি সদস্য মো. হাতেমের বাড়িতে অভিযান চালায় একটি টিম। এ সময় তাঁর বসতঘরে তল্লাশি চালিয়ে সাড়ে আট কেজি গাঁজা জব্দ করতে সক্ষম হন তাঁরা। এ ঘটনায় সাবেক ওই ইউপি সদস্যকে আটক করা হয়েছে।

এনটিভি

Leave a Reply