মুন্সীগঞ্জে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭ জন: জেলায় ৩৩১

জসীম উদ্দীন দেওয়ান: মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত ম্যাজিষ্ট্রেট নাজমুস সোয়াইবসহ বৃহস্পতিবার নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৭ জন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তর সংখ্যা দাঁড়ালো ৩৩১ জনে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হলো সদর উপজেলায় ১৩৭ জন। আক্রান্তদের মধ্যে ১২ জন মারা গেছেন, সুস্থ্য হয়ে ৩০ জন বাড়ি ফিরেছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ। আক্রান্তদের বেশির ভাগই বাড়িতে থেকে চিকিৎসা গ্রহণ করছেন। জেলায় ১৫ জন চিকিৎসক, ১০ জন পুলিশ অফিসার এবং ৬৪ জন স্বাস্থ্য কর্মীদের নাম আক্রান্তের তালিকায় রয়েছে।

বৃহস্পতিবার পর্যন্ত জেলা থেকে মোট ২০৪৫ টি নমুনা সংগ্রহ করা হয়। যার মধ্যে ১৬৭৯ টি নমুনা পরীক্ষার ফলাফলে ৩৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার ফলাফল বাকি রয়েছে ৩৬৬ টি। জেলায় হুহু করোনা করোনা রোগীর সংখ্যা বেড়ে গেলেও মানুষের মধ্যে বাড়েনি তেমন সচেতনতা। স্বাস্থ্য বিধি না নামায় প্রশাসন, বুধবার থেকে বন্ধ করে দিয়েছে জেলার বিপনী বিতানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। তবে নিত্য প্রয়োজনীয় ও ওষুদের দোকান খোলা রাখার নির্দেশ বলবৎ রয়েছে।

Leave a Reply