করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ পরিদর্শকের মোবাইল নম্বর হ্যাকড

তানজিল হাসান: করোনাভাইরাসে আক্রান্ত মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি, অপারেশন) শেখ আবু হানিফের মোবাইল ফোন নম্বর হ্যাক হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোস্টে তিনি নিজেই বিষয়টি জানান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিচুর রহমান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, “পরিদর্শক আবু হানিফের মোবাইল নম্বর হ্যাকড হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে তিনি তার ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যটাসও দিয়েছেন। তবে কে বা কারা কাজটি করেছে তা জানা যায়নি। আমরা বিষয়টি দেখছি।”

মোবাইল ফোন নম্বর হ্যাক হয়েছে বলে ফেসবুক পোস্টে জানিয়েছেন মুন্সীগঞ্জ সদর থানার পরিদর্শক আবু হানিফ ঢাকা ট্রিবিউন

ফেসবুক পোস্টে শেখ আবু হানিফ লিখেছেন, “কোনো লোক বা আমি জরুরি দরকার বলে টাকা চেয়ে ফোন করলে বা মেসেজ দিলে কেউ দয়া করে টাকা দিবেন না। কারণ মোবাইল নম্বরটা হ্যাকাররা হ্যাক করেছে।”

প্রসঙ্গত, গত ৫ মে পুলিশ পরিদর্শক আবু হানিফের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। বর্তমানে তিনি হোম আইসোলেশনে আছেন। তার শারীরিক অবস্থা মোটামুটি সুস্থ বলে জানান ওসি আনিচুর রহমান।

ঢাকা ট্রিবিউন

Leave a Reply