টঙ্গীবাড়িতে পুলিশ পরিদর্শক আজিজুর রহমানের করোনা শনাক্ত

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) আজিজুর রহমানের করোনা শনাক্ত হয়েছে। রবিবার বিকালে ‘নিপসম’ থেকে আসা এই রিপোর্ট পাওয়া মাত্র সে দিঘিরপাড় তদন্ত কেন্দ্রর বাসভবনে আইসোলেশনে রয়েছেন। তাঁর শরীর ব্যথা, গলা ব্যথা ও হালকা কাশি দেখা দিলে গত ১৪ মে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নিপসম পাঠানো হয়েছিল। আজিজুর রহমান শুরু থেকে কোভিড-১৯ মোকাবেলায় রাত-দিন কাজ করে যাচ্ছিলেন। সম্মুখ যোদ্ধা হিসাবে তিনি এ উপজেলায় করোনাভাইরাস মোকাবেলায় সাহসী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।

ঝুঁকি সত্ত্বেও উপজেলা বাসীর স্বার্থে সরকারের বিভিন্ন নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে নানা পদক্ষেপ গ্রহন করেন তিনি। তাছাড়া টঙ্গীবাড়ি থানায় পুলিশ পরিদর্শক (অপারেশন) থাকাকালীন সময়ে নিজের জীবনকে বাজি রেখে জনগনকে সচেতন করতে বিভিন্ন হাট বাজারে করোনা ভাইরাস সর্ম্পকে সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালায় এবং এ উপজেলায় করোনা আক্রান্তদের বাড়িতে নিজে গিয়ে লকডাউন করেন।

মুন্সীগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান- আজিজুর রহমানের শরীরে পজেটিভ এসেছে।

প্রতিদিনের বাংলা

Leave a Reply