মুন্সীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা গুলির ঘটনা ঘটেছে। পূর্বশিলমন্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। সোমবার দুপুরে পৌরসভার পূর্বশিলমন্দি এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হমলায় ব্যবহীত ২ রাউন্ড তাজা গুলি ও ৫ টি গুলির খোষা উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় সাহাবুদ্দিন (৫৮). মনির হোসেন ভূইয়া (৬৪).শিপন (৩২),কাদেরসহ (৩৮) কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মুন্সীগঞ্জ পৌরসভার পূর্বশিলমন্দি এলাকার বাসিন্দা মুন্সীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান ভূইয়ার সাথে একই এলাকার নূর হোসেন ভূইয়ার ছেলে ফিরোজ ভূইয়ার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে সাঈদুর ভূইয়াকে ধাক্কা দেয় ফিরোজ। কেন ধাক্কা দিলো জানতে চাইলে ফিরোজ তার দলবল নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে সাঈদুর রহমান ভূইয়ার লোকজনের উপর হামলা চালিয়ে ১০ জনকে আহত করে। এ সময় আতঙ্ক সৃষ্টি করতে পিস্তল উচিঁয়ে ৫ থেকে ৭ রাউন্ড গুলিবর্ষণ করে ফিরোজ, খোকন ও হারুন বাহিনী।
সদর থানার এস আই সজিব জানান, হামলা মারামারি খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে যাই। তবে হামলাকারীদের পাওয়া যায়নি। এলাকার পরিস্তিতি শান্ত রয়েছে। তবে হামলায় ব্যবহার করা পিস্তলের ২ রাউন্ড তাজা গুলি ও ৫ টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
গ্রাম নগর বার্তা
Leave a Reply