সিরাজদিখানে করোনাকে জয় করলেন ৩ নার্স ও ২ ডাক্তার

করোনা মুক্ত হলেন সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ফারহানা সুলতানা বন্যাসহ তিন নার্স ও ২ ডাক্তার। সোমবার দ্বিতীয় টেস্টে তাদের করোনা ‘নেগেটিভ’ এসেছে। নার্স ফারহানা সুলতানা বন্যার পারিবারিক ও সিরাজদিখান স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে মঙ্গলবার সকালে এ তথ্য জানা গেছে।

ফারহানা সুলতানা বন্যার শরীরে ৫ মে করোনা শনাক্ত হয়। এর পর থেকে তিনি সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে অবস্থান করছেন। তিনি ওই বহাসপাতালের কেবিনে থেকেই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলে সুস্থ হলেন। করোনা আক্রান্ত হওয়ার পর তার শরীরে জটিল কোনো উপসর্গ দেখা দেয়নি। নার্স ফারহানা সুলতানা বন্যা গত রাতে তার ফেসবুক অ্যাকাউন্টে নমুনা পরীক্ষার ফলাফলের ছবি দিয়ে স্ট্যাটাস দেয়। তাতে তিনি লিখেন, পরপর দ্বিতীয় টেস্টে নার্স ফারহানা সুলতানা বন্যার শরীরে করোনা নেগেটিভ এসেছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছে এবং তিনি তার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়ায় তার বাসাতেই অবস্থান করছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আরো ১৪ দিন সঙ্গনিরোধ (কোয়ারেন্টাইন) অবস্থায় থাকতে হবে।

নার্স ফারহানা সুলতানা বন্যা শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর তার সংস্পর্শে যাওয়া অন্যান্য নার্সদের নমুনা পরীক্ষা করা হয়।

ফারহানা সুলতানা বন্যা বলেন, হাসপাতালে পরপর দ্বিতীয় টেস্টে শরীরে করোনা নেগেটিভ এসেছে ডা. তাইফুল হক, ডা. রতন কৃষ্ণ সাহা, নার্স রাহিমা আক্তার, নার্স হাবিবুননেসাসহ পাঁচজনের।

নিউজজি

Leave a Reply