মুন্সীগঞ্জ টঙ্গীবাড়িতে করোনার প্রাদুর্ভাবে নিম্ম আয়ের কর্মহীন বেকার পরিবারের মাঝে ঈদ উপহার হিসাবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাঝিবাড়িতে সোনারং টঙ্গীবাড়ি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ যুগ্ন-সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লিটন মাঝির নিজ অর্থায়নে নবম ধাপে সোনারং টঙ্গীবাড়ি ইউনিয়নের পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ১হাজার পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে এ ঈদ উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি খাদ্যসামগ্রী ব্যাগে রয়েছে- চাল, ডাল, পিয়াজ, আলু, তেল, লবন, সাবান, সেমাই, চিনি ও দুধ।
এ সময় উপস্থিত ছিলেন- করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ কমিটির সদস্য ও টঙ্গীবাড়ি প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি ইউপি সদস্য আজাদ বেপারী, শাহিন খান, যুবলীগ সভাপতি দর্পন মাঝি, আ’লীগ নেতা বাদল মাঝি, কাইউম মাঝি, রুবেল মাঝি, টিটু মাঝি, উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক তুমান মাঝি প্রমুখ।
প্রতিদিনের বাংলা
Leave a Reply