গোলাম কিবরিয়া রনিঃ মুন্সিগজ্ঞে মিরকাদিম পৌরসভায় রিকাবী বাজারে অটোরিক্সার ধাক্কায় এবার প্রান গেল জান্নাত (১০) নামের এক শিশু কন্যার। ঘটনাটা ঘটেছে বুধবার দুপুরের দিকে।
জানাযায় মিরকাদিম পৌরসভায় রিকাবী বাজার ভাংগা কালভাট এর আগে মুদি দোকানের সামনে অটোরিক্সা ধাক্কা দিলে জান্নাত মারাত্মক আহত হয়। প্রথমে তাকে মুন্সিগঞ্জের সদর হাসপাতাল নেওয়া হয়, কিন্তু অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হলে আজ বৃহস্পতিবার ভোর চার টায় তার মৃত্যু হয়। ঘাতক ড্রাইভারকে আটক করা সম্ভব হয়নি
এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জান্নাতেের পরিবারে চলছে শোকের মাতম। আজ জোহরবাদ আরাফাত নগরে তার নামাজের জানাজা শেষে কাটপট্রি হাজী ছালাম দানেকিত কবর স্হানে তাকে কবর দেওয়া হয়।
এলাকাবাসী অতি দ্রুত মিরকাদিম পৌরসভার রিকাবী বাজারের কালভাটটি মেরামত করার জোর দাবি জানিয়েছেন, যাতে এভাবে আর কোন মায়ের বুক যেনো খালি না হয়।
রিচি টিভি
Leave a Reply