মুন্সীগঞ্জে নতুন করে ৪২ জনসহ মোট ৫৪১ জন করোনা রোগীকে সনাক্ত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল বিকাল পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিলো ৫৩০ জন। আজ শনিবার (২৩ মে) দুপুরে ১১৭ জনের ফলাফল পাঠায় ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) । এতে নতুন করে ১১জনের ফলাফলে করোনা পজেটিভ আসে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫৪১ জনে।
নতুন আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদরে ৪ জন, সিরাজদিখানে ৩ জন, লৌহজংয়ে ২ জন, শ্রীনগরে ১ জন এবং টঙ্গিবাড়ী উপজেলায় ১ জন। এ পর্যন্ত ৩৩২১টি নমুনা ঢাকায় প্রেরন করা হয়। এর মধ্যে রিপোর্ট এসছে ৩০৯৪টি নমুনার। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৭জন। চিকিৎসা শেষে সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ১৪৫ জন করোনা আক্রান্ত রোগী। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা: আবুল কালাম আজাদ।
বিডি২৪লাইভ
Leave a Reply